সাধারণ জ্ঞান(পর্ব-৩)
জাতিসংঘ
১. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর : বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
২. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : ট্রিগভেলি (নরওয়ে)।
৩. জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম কে করেন?
উত্তর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৪. জাতিসংঘ নামকরণ কে করেন?
উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট, জানুয়ারি, ১৯৪২।
৫. জাতিসংঘ গঠনের জন্য আটলান্টিক চার্টার কবে গৃহীত হয়?
উত্তর : ১৯৪১ সালে।
৬. জাতিসংঘ গঠনের লক্ষ্যে প্রথম কোথায় সম্মেলন হয়?
উত্তর : তেহরানে, ১৯৪৩ সালে।
৭. জাতিসংঘ সনদ প্রণয়ন করা হয় কোন সালে?
উত্তর : ১৯৪৪ সালে।
৮. ওয়ারশ জোট কার পাল্টা ব্যবস্থা হিসেবে তৈরি হয়েছিল?
উত্তর : ন্যাটো।
৯. রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হেনরি ডুনান্ট (১৯৬৩ সালে)।
১০. আটলান্টিক সনদ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষর হয়?
উত্তর : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড।
১১. জাতিসংঘের সনদ কবে প্রথম স্বাক্ষরিত হয়?
উত্তর : ২৬ জুন, ১৯৪৫ (৫০টি দেশ)
১২. জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে।
১৩. কোন দেশ সনদে স্বাক্ষর না করে প্রাথমিক ৫১টি সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়?
উত্তর : পোল্যান্ড।
১৪. আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : হেগ, নেদারল্যান্ডস।
১৫. আন্তর্জাতিক আদালতের বিচারক কত জন?
উত্তর : ১৫ জন।
১৬. আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচিত হন কত বছরের জন্য?
উত্তর : ৯ বছর।
১৭. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
১৮. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬তম।
১৯. সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য কী?
উত্তর : আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ মধ্যে সীমিতকরণ।
২০. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?
উত্তর : ছয়টি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি।
২১. জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি?
উত্তর : দুটি, ইংরেজি ও ফরাসি।
২২. জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত বছর?
উত্তর : পাঁচ বছর।
Courtesy:সকালের খবর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন