কোপা আমেরিকা ২০১৫ ফিক্সচার
১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল প্রতিযোগিতার অন্যতম সেরা আসর ৪৪তম কোপা আমেরিকা। যা লাতিন আমেরিকার বিশ্বকাপও বলা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় এক অপরের বিপক্ষে মাঠে নামবেন কদিন আগেই একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মেসি-নেইমার-সুয়ারেজ।
প্রতিযোগিতায় ১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। আসরে কে হবে চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়্ন্স লিগ জিতলেও বিশ্বকাপের দুঃখ ভোলেননি মেসি-নেইমারের কেউই। মেসির আর্জেন্টিনা না নেইমারের ব্রাজিল? নাকি ফোরলান যুগের পর ফের সুয়ারেজের হাত ধরে উরুগুয়েতে ফিরবে কোপার শিরোপা? এতসব প্রশ্ন উত্তর দিতেই চিলিতে বসতে যাচ্ছে কোপার ২০১৫ আসর।
তিনটি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে চিলি, মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া। ‘বি’ গ্রুপে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা। আর ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা।
খেলার সময়সূচি
১২.৬.১৫ সকাল ৫টা ৩০মিনিট- চিলি বনাম ইকুয়েডার
১৩.৬.২০১৫ সকাল ৫টা ৩০মিনিট-মেক্সিকো বনাম বলিভিয়া
১৪.৬.২০১৫ রাত ১টা-উরুগুয়ে বনাম জামাইকা
১৪.৬.২০১৫ রাত ৩টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে
১৫.৬.২০১৫ রাত ১টা-কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা
১৫.৬.২০১৫-রাত ৩টা ৩০ মিনিট -ব্রাজিল বনাম পেরু
১৬.৬.২০১৫ রাত ৩টা-ইকুয়েডার বনাম বলিভিয়া
১৬.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-চিলি বনাম মেক্সিকো
১৭.৬.২০১৫ রাত ৩ট- প্যারাগুয়ে বনাম জামাইকা
১৭.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
১৮.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-ব্রাজিল বনাম কলম্বিয়া
১৯.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-পেরু বনাম ভেনিজুয়েলা
২০.৬.২০১৫ রাত ৩টা-মেক্সিকো বনাম ইকুয়েডার
২০.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-চিলি বনাম বলিভিয়া
২১.৬.২০১৫ রাত ১টা-উরুগুয়ে বনাম প্যারাগুয়ে
২১.৬.২০১৫ রাত ৩টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম জামাইকা
২২.৬.২০১৫ রাত ১টা-কলম্বিয়া বনাম পেরু
২২.৬.২০১৫ রাত ৩টা ৩০মিনিট-ব্রাজিল বনাম ভেনিজুয়েলা।
১৩.৬.২০১৫ সকাল ৫টা ৩০মিনিট-মেক্সিকো বনাম বলিভিয়া
১৪.৬.২০১৫ রাত ১টা-উরুগুয়ে বনাম জামাইকা
১৪.৬.২০১৫ রাত ৩টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে
১৫.৬.২০১৫ রাত ১টা-কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা
১৫.৬.২০১৫-রাত ৩টা ৩০ মিনিট -ব্রাজিল বনাম পেরু
১৬.৬.২০১৫ রাত ৩টা-ইকুয়েডার বনাম বলিভিয়া
১৬.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-চিলি বনাম মেক্সিকো
১৭.৬.২০১৫ রাত ৩ট- প্যারাগুয়ে বনাম জামাইকা
১৭.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
১৮.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-ব্রাজিল বনাম কলম্বিয়া
১৯.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-পেরু বনাম ভেনিজুয়েলা
২০.৬.২০১৫ রাত ৩টা-মেক্সিকো বনাম ইকুয়েডার
২০.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-চিলি বনাম বলিভিয়া
২১.৬.২০১৫ রাত ১টা-উরুগুয়ে বনাম প্যারাগুয়ে
২১.৬.২০১৫ রাত ৩টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম জামাইকা
২২.৬.২০১৫ রাত ১টা-কলম্বিয়া বনাম পেরু
২২.৬.২০১৫ রাত ৩টা ৩০মিনিট-ব্রাজিল বনাম ভেনিজুয়েলা।
কোয়ার্টার ফাইনাল
২৫ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ২৬ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ২৭ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ২৮ জুন (রাত ৩টা)।
সেমিফাইনাল
৩০ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ১ জুলাই (সকাল ৫টা ৩০ মিনিট)।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন