ব্লগার শিখার ইবুক “এসো ব্লগার শিখি”

বর্তমানে ব্লগিং এর জনপ্রিয়তা তুঙ্গে। প্রায় সবাই এখন টুকটাক ব্লগিং করেন। নিজের একটি ব্লগ বানাতে বেশির ভাগই ব্লগারকে বেছে নেন। যেহেতু ফ্রী ব্লগ করার জন্য ব্লগারের জনপ্রিয়তা তুঙ্গে তাই কিভাবে নিজের জন্য একটি সুন্দর ব্লগার/ব্লগস্পট সাইট তৈরি করা যায় এই নিয়ে আলোচনা করা হয়েছে এই ইবুকে।

এই ইবুকে যা যা পাবেনঃ
● কিভাবে একটি ব্লগার/ব্লগস্পট সাইট খুলতে হয়।
● কিভাবে পোষ্ট করতে হয়।
● কিভাবে পোস্টে কাস্টম লিঙ্ক যুক্ত করা যায়।
● কিভাবে টেম্পলেট কাস্টমাইজ করা যায়।
● কিভাবে ব্লগারে মেনু যুক্ত করতে হয়।
● কিভাবে ব্লগারে কাস্টম থিম আপলোড করতে হয়।
● কিভাবে ব্লগারে গেজেট যুক্ত করতে হয়।
● কিভাবে ব্লগারে ফেভিকন যুক্ত করতে হয়।
● ব্লগারের সব মেনুর বর্ণনা।
● দরকারি অনেক গেজেট ও থিম।
● এছাড়াও আরও অনেক কিছু…
ইবুকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
নোটঃ সহজে বুঝার প্রতি স্টেপে স্টেপে ফটো ব্যবহার করা হয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাধারণ জ্ঞান(পর্ব-২)

মেডিকেল ভর্তি প্রস্তুতি-(শর্টকাট টেকনিক)

সাধারণ জ্ঞান (পর্ব-১)